⭐ "ইসলাম শব্দের অর্থ সমৰ্পণ, শান্তি, নিরাপত্তা। ধর্মীয় পড়িভাষায় ইসলামের অর্থ বিশ্বস্রষ্টা আল্লাহ তাআলার নিকট আত্মসমপর্ণ করা এবং তাঁহার যাবতীয় আদেশ নিষেধ মানিয়া লওয়া। - মওলানা মোঃ আঃ ছাত্তার"
⭐ "ইসলামে নাই বড় ছোট আশরাফ আতরাফ
এই ভেদ জ্ঞান নিষ্টুর হাতে কর মিসফার সাফ। - কাজী নজরুল ইসলাম"
⭐ "ইসলামই একমাত্র ধর্ম, যা সকল যুগে ও সকল মানুষের ধর্ম অর্থাৎ বিশ্বজনীন ধর্মরূপে গণ্য হতে পারে। – জর্জ বার্নার্ডশ"
⭐ "অনেকদিন পরে এখন ধুম পড়িয়া গিয়াছে ধর্ম প্রচারের । চারিদিকে দেখিতেছি, কত তবলীগ’ সমিতি কত ইশাআতে ইসলাম সমিতি। খালি কথা, কথা, কথায় জগৎ ভুলে না। জগৎ কাজ চায়। মরিবার পর স্বর্গের অনন্ত সুখের আশায় মানুষ পৃথিবীর নিত্য নরক যন্ত্রণা ভুগিতে পারে না। ইসলাম প্রচার করিতে হইলে মানুষকে দুনিয়াতে বেহেস্তের আস্বাদ দেওয়াইতে হইবে। চারিদিকে ক্ষুধার্তের হাহাকার, পীড়িতের চিৎকার, দরিদ্রের ক্রন্দন ও উৎপীড়িতের আর্তনাদ। এখানেই হাভিয়া দোযখ। যে এই দোযখ নিৰাইতে পারে সে-ই প্রকৃত ইসলাম প্রচার করে। – ড. মুহাম্মদ শহীদুল্লাহ"
⭐ "ইসলাম বলে, সকলের তরে মােরা সবাই।
সুখ-দুখ সম-ভাগ করে নেব সকলে ভাই,
নাই অধিকার সঞ্চয়ের।
কারো আঁখি-জ্বলে কারাে ঝাড়ে কি রে জ্বলিবে দ্বীপ।
দুজনার হবে বুলন্দ-নসিব, লাখে লাখে হবে বদ-নসিব ?
এ নহে বিধান ইসলামের। – কাজী নজরুল ইসলাম"
⭐ "ইসলাম তার গৌরবময় দিনগুলিতে অসহিষ্ণু ছিল না। তাই অর্জন করতে সমর্থ হয়েছিল দুনিয়ার শ্রদ্ধা। প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত প্রাচ্যের আকাশে তখন উদিত হল এক উজ্জ্বল নক্ষত্র এবং আর্ত পৃথিবীকে তা দিলে আলাে ও স্বস্তি। ইসলাম একটি মিথ্যা ধর্ম নয়। শ্রদ্ধার সঙ্গে হিন্দুরা তা অধ্যয়ন করেন, তাহলে আমার মতােই তারা একে ভালােবাসবে। - মহাত্মা গান্ধী"
⭐ "ইসলাম ভারতের পদদলিত বিরাট সমাজের প্রতি আশীর্বাদ স্বরূপ এসেছিল। - স্বামী বিবেকানন্দ"
⭐ "ইসলামের জাতীয়তা দেশের গণ্ডীর মধ্যে আবদ্ধ নয়। সে সংকীর্ণ প্রাদেশিকতা ও ক্ষুদ্র জাতীয়তার বহু উর্ধে। - ড. মুহম্মদ শহীদুল্লাহ"
⭐ "এই দুই অঞ্চলের জনসাধারণ একমাত্র ধর্ম ছাড়া আর সব বিষয়েই একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা। ভৌগলিক, অর্থনৈতিক, ভাষাতাত্মিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে সম্পূর্ণ পৃথক দুই অঞ্চলকে কেবলমাত্র ধর্মের বন্ধনে ঐক্যবদ্ধ করা যায়, এটা বােঝান জনসাধারণের প্রতি সবচেয়ে বড় প্রতারণা । একথা সত্য যে ইসলাম এমন একটা সমাজ সৃষ্টি করতে চেয়েছে যা জাতি ভাষা, অর্থনীতি এবং রাজনীতিক সীমা অতিক্রম করে যাবে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যে, প্রথম কয়েক দশক, খুব বেশি হলে প্রথম শতকের পর ইসলাম সকল মুসলিম দেশগুলিকে কেবল ইসলামের ভিত্তিতে এক রাষ্ট্রের সংহত করতে পারে নাই। - মাওলানা আবুল কালাম আজাদ"
⭐ "হে নবী, তােমার মিল্লাতে আজ মানুষ মানুষ নহে,
জাতখোয়া জাত-মুসলমানি নামটুকু।
কোথা সে ইসলাম, কোথা সে মরুসাহারার মরীচিকা
পুঁজি করে তাৱে নাচিতেছে হীন লােভের বহ্নিশিখা। - তালিম হােসেন"
⭐ "ইসলাম তাে মূলত সেই প্রাকৃতিক শক্তিগুলাের নাম, যার অনুশাসন থেকে দুনিয়ার কোন বস্তুই মুক্ত নয়। মাছের পানিতে সাঁতরানাে, পাখীর হাওয়ায় ভর করে ওড়া, গাছপালার মাটির বুকে প্রতিপালিত ইওয়া, মানুষের মাটির ওপরে বসবাস করা—এ সবকিছুই ইসলামের মূল অর্থেরই বাস্তবায়ন মাত্র। - মাওলানা আবুল কালাম আজাদ"
⭐ "ইসলাম প্রচার করিতে হইলে মানুষকে দুনিয়াতে বেহেশতের আশ্বাদ দেওয়াতেই হইবে। চারিদিকে ক্ষুধার্তের হাহাকার, গরিবের চিৎকার, দরিদ্রের ক্রন্দন ও উৎপীড়নের আর্তনাদ। এখানেই হাবিয়া দোযখ। যে এই দোযখ নিভাতে পারে সে-ই প্রকৃত ইসলাম প্রচার করে। - ড. মুহম্মদ শহীদুল্লাহ"
⭐ "যদি ইসলামের অর্থ ঈশ্বরে আত্মনিবেদন হয়, তবে আমরা সকলেই ইসলামে বাঁচি এবং মরি। - গ্যেটে"
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
আরো পড়ুন 👉 ধর্ম নিয়ে উক্তি
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ।