⭐ "সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও তাহা প্রচার কর। - আল-হাদিস"
⭐ "যে ব্যক্তি বাক্যে, কর্মে ও চিন্তায় সত্য নয়; সে প্রকৃত প্রস্তাবে সত্যনিষ্ঠ নহে। - আল-হাদিস"
⭐ "দেশ শাসনভার আল্লাহ তাআলার নিকট হইতে আমানত। - আল-হাদীস"
⭐ "আপন স্ত্রীকে ঘৃণা করা মুসলমানের কোনােক্রমেই উচিত নহে। যদি তাহার স্ত্রীর কোনাে অসৎগুণে অসন্তুষ্ট হইয়া থাকে, তবে আর অন্য কোনো সৎগুণ স্মরণ করিয়া সে সন্তুষ্ট হউক। - আল-হাদিস"
⭐ "যে রমণী অল্প লইয়াই সন্তুষ্ট, সে রমণীদের মধ্যে সর্বাপেক্ষা ভালো। - আল-হাদিস"
⭐ "ধার্মিক স্ত্রী মানুষের সর্বাপেক্ষা মূল্যবান রত্ন। - আল-হাদিস"
⭐ "আল্লাহর সৃষ্ট জীবের সাথে সৎ ব্যবহার করায় যে পরিমাণ খােদার সন্তুষ্টি লাভ করা যায়, তা আর কোনো পন্থায় পাওয়া যায় না। - আল-হাদিস"
⭐ "কষ্টার্জিত স্বল্প ধন হইতে যাহা দেওয়া হয় তাহাই সর্বশ্রেষ্ঠ দান। - আল হাদীস"
⭐ "যে ব্যক্তি ভূমির উপর অন্যকে আছাড় মারিয়া ফেলিতে পারে, সে কখনাে বলবান বা ক্ষমতাশালী নহে। কিন্তু যে ব্যক্তি আপনার ক্রোধ দমন করিতে পারে সেই প্রকৃত বলবান। - আল-হাদিস"
⭐ "ক্রোধ প্রদর্শন করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি উহা দমন করিয়া রাখ তবে আল্লাহতাআলা এজন্য তােমাকে পুরস্কৃত করিবেন। - আল-হাদিস"
⭐ "যে ব্যক্তি ক্রোধ দমন করিয়া রাখে, খােদাতা'আলা তাহার হৃদয় ঈমান ও শাস্তি দ্বারা পূর্ণ করেন। - আল-হাদীস"
⭐ "যে শিক্ষা গ্রহণ করে তার মৃত্যু নেই। - আল-হাদিস"
⭐ "পার্থিব সুখ বিনাশকারী মৃত্যুর কথা সর্বদা স্মরণ করিও। - আল-হাদিস"
⭐ "মৃত্যু অন্য পথযাত্রার প্রারম্ভ। - আল-হাদিস"
⭐ "মহত্ত্ব স্বর্গীয় বৃত্তসমূহের অন্যতম। এর শাখা প্রশাখা সর্বদা পৃথিবীর দিকে নত হয়ে রয়েছে; যে ব্যক্তি এর কোনাে একটি শাখা প্রশাখা অবলম্বন করবে, সে বেহেশতের পথে অগ্রসর হবে। - আল-হাদীস"
⭐ "ধন দৌলত ফিরিয়া আসে এবং একটি অর্থাৎ শুধু কর্মই সঙ্গে থাকে। - আলি হাদীস"
⭐ যে লোকে কম কথা বলে বা চুপ করে থাকে, সে অনেক বিপদ আপদ থেকে বেঁচে যায়। - আল হাদীস
⭐ "যে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হইয়া আঘাতকারীকে ক্ষমা করে, আল্লাহ তাহার সম্মান বৃদ্ধি করিবেন এবং তাহার পাপ মার্জনা করিবেন। - আল-হাদীস"
⭐ "স্বচ্ছলতা ও স্বাস্থ্য এই দুইটি মহাদানের মূল্য প্রায় লোকেই হৃদয়ঙ্গম করিতে পারে না। - আল-হাদীস"
⭐ "বিদ্যার মতাে চক্ষু আর নেই, সত্যের চেয়ে বড় তপস্যা আর নেই, আসক্তির চেয়ে বড় দুঃখ নেই, ত্যাগের চেয়ে সুখ আর কিছুই নেই। - আল-হাদীস"
⭐ "যারা সংযত ও চরিত্রবান তারা যে বংশের, যে দেশের লােক হােক না কেন তারাই আমার স্বজন।—আল-হাদীস"
⭐ "যখন কোন ব্যক্তি বিবাহ করিল তখন তাহার ধর্ম কর্ম অর্ধেক সম্পাদিত হইল। - আল-হাদিস"
⭐ "ভালো ব্যবহারের বিনিময়ে ভালাে ব্যবহার-ইহার নাম ভালাে ব্যবহার নহে, মন্দ ব্যবহারের ক্ষেত্রে ভালো ব্যবহার ইহাই ভালাে ব্যবহার। - অল-হাদিস"
⭐ "কুরান শিক্ষা লাভ করা প্রত্যেক মুসলিম নরনারীর অবশ্য কর্তব্য। - আল-হাদিস"
⭐ "প্রচুর ধন-সম্পত্তির ভিতর সুখ নেই; মনের সুখই প্রকৃত সুখ। - আল-হাদীস"
⭐ "ধন থাকিলেই ধনী হয় না। ঐ ব্যক্তিই প্রকৃত ধনী যাহার হৃদয় প্রশস্ত। - আল-হাদীস"
⭐ "যুদ্ধ কর কিন্তু বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ করাে না। - আল-হাদীস"
⭐ "মৃত্যু মুসলমানদের নিকট উপহার স্বরুপ, মৃত ব্যক্তিদিগকে সর্বদা স্মরণ করিও, তাহাদের গুনগান করিও এবং তাহাদের সম্বন্ধে মন্দৰাক্য বলিও না। - আল-হাদিস"
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
আরো পড়ুন 👉 কোরআনের উক্তি
Ma Sha Allah
ReplyDelete