⭐ "পথিক ওগাে চলতে পথে
তােমায় আমায় পথের দেখা।
ঐ দেখাতে দুইটি হিয়ায়
জাগল প্রেমের গভীর রেখা। - কাজী নজরুল ইসলাম"
⭐ "বহুদিন মনে ছিল আশা
প্রাণের গভীর ক্ষুধা
পাবে তার শেষ সুধা
ধন নয়, মান নয়, কিছু ভালােবাসা
করেছিনু আশা। - রবীন্দ্রনাথ ঠাকুর"
⭐ "সুখের কথা বল না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি
দুঃখে আছি, আছি ভাল দুঃখেই আমি ভাল থাকি। - দ্বিজেন্দ্র লাল রায়"
⭐ "সৃষ্টির নাড়ির পরে হাত রেখে টের পাওয়া যায়
অসম্ভব বেদনার সাথে মিশে রয়ে গেছে অমােঘ-আমােদ। - জীবনানন্দ দাশ"
⭐ "যন্ত্রণাই জীবনে একান্ত সত্য, তারই নিরুদ্দেশে
আমাদের প্রাণযাত্রা সাঙ্গ হয় প্রত্যেক নিমেষে। - সুধীন্দ্রনাথ দত্ত"
⭐ "ইসলাম বলে, সকলের তরে মােরা সবাই।
সুখ-দুখ সম-ভাগ করে নেব সকলে ভাই,
নাই অধিকার সঞ্চয়ের।
কারো আঁখি-জ্বলে কারাে ঝাড়ে কি রে জ্বলিবে দ্বীপ।
দুজনার হবে বুলন্দ-নসিব, লাখে লাখে হবে বদ-নসিব ?
এ নহে বিধান ইসলামের। – কাজী নজরুল ইসলাম"
⭐ "সময় হইলে গত কিন্তু একবার,
পার কি কিনতে কেহ ক্ষণ মাত্র তার?
রাশি-রাশি ধন ধন দাও অমূল্য সময়,
একবার গেলে আর আসিবার নয়।
নিতান্তু নির্বোধ যেই শুধু সেই জন,
অমূল্য সময় করে বৃথায় যাপন। - যদুগোপাল"
⭐ "ধন্য জীবন তাহারি,
যে জন নিজে বিচারিয়া নিজের তরে
নীতি ও নিয়ম করি প্রণয়ন,
আমরণ তাহা পালন করে। - সতেন্দনাথ দত্ত"
⭐ "মন রে মনে কর শেষের সেদিন ভয়ংকর।
অন্যে কথা কইবে কিন্তু তুমি রৈবে নিরুত্তর। - রামমােহন রায়"
⭐ "ভেঙে ফেল মাঠ মন্দির চুড়া,
দারু শীলা কর নিমজ্জন।
মানুষ বােধহয় বড় মানুষ না,
বড় লােকই হতে চায়। - হােসনে আরা শাহেদ"
⭐ "জাগো আলোকের দীপ্ত মশাল
জাগো ওগো বীৱ জায়া
মৃত্যুর মাঝে খুঁজে ফেরো
আজনব জীবনের মায়া। - কাজী নজরুল ইসলাম"
⭐ "যে দোষ ধরে, বন্ধু সেই জন।
সুম্মুখে তারিফ করে, দুষমন সে জন। - হযরত ওমর ফারুক (রাঃ)"
⭐ "নারী বিধাতার ছায়া, সে নহে কামিনী
নহে সে যে সৃষ্টি, তারে স্রষ্টা অনুমানী। - মৌলানা রুমী"
⭐ "থাকুক আমার বিয়া,
বিবাহ যে কি পদার্থ। বােঝে না যে অপদার্থ,
অর্থ লােভে পুরুষার্থ যে ফেলে বেচিয়া,
অমন শিক্ষায় ধিক শত দর্শনে সে অন্ধ অধিক,
বিজ্ঞানে তার জ্ঞান নাই মােটে-ময়না শালিক টিয়া। - গোবিন্দ চন্দ্র দাস"
⭐ "পৃথিবীতে শক্ৰমিত্র কেহ-কারাে নয়
ব্যবহারে শক্ৰমিত্র সবাকার হয়। - চাণক্য পণ্ডিত"
⭐ "মাটি হতে হে মানব তােমার জন্ম,
আগুনের মতো কেন হও হে গরম ?
এত অহংকার তব সমুচিত নয়,
মাটি সম রহ ঠাণ্ডা সকল সময়। - শেখ সাদী"
⭐ "সুবিমল পূর্ণ কার্য করিয়া সাধন
ক্ষণকাল বাঁচিলেও স্বার্থক এ জীবন।
কি ফল বাঁচিয়া বল শতবর্ষ ধরি
ইহকাল পরকাল সৰ নষ্ট করি। - চাণক্য পণ্ডিত"
⭐ "যাদি কাজ নিতে হয়, কত কাজ আছে
একা কি পারিব করিতে।
কাঁদের শিশির বিন্দু জগতের তৃষা হরিতে।
কোন অকুল সাগরে জীবন সঁপিব
একেলা জীর্ণ তরীতে। - রবীন্দ্রনাথ ঠাকুর"
⭐ "ফুলের মতন মুখখানি ভরা মৃদু নির্মল হাস,
পাখির কাকলি সম সুমধুর কন্ঠে অস্ফুট ভাষা। - রমণীমােহন ঘােষ"
⭐ "দুষ্টু ওরে চপল ওরে, অভিমানী শিশু
মনে কি তার পড়ে না তার কিছু ?
সেই অবধি যাদুমণি কত শত জনম ধরে
দেশ বিদেশে ঘুরে ঘুরে রে। - কাজী নজরুল ইসলাম"
⭐ "ফুতন্ত কলির মতাে শিশু মনােরম,
তার চেয়ে বেশি কিছু আছে কি সুন্দর ? - আকরাম হােসেন"
⭐ "সুধার চেয়েও মধুর তােমাদের হাসি
সঙ্কেত তারি সংসার ধারা চলে
তােমাদের মুখের তাল পাতে রচা বাঁশী
বাজিছে ভুবনে ভেদি সব কোলাহলে। - কালীদাস রায়"
⭐ "মেঘ দেখে কেউ করিসনে ভয়
আড়ালে তার সূর্য হাসে,
হারা শশীর হারা হাসি
অন্ধকারেই ফিরে আসে। - সত্যেন্দ্রনাথ দত্ত"
⭐ "ওরে আশা, আছে তোর অপূর্ব ক্ষমতা।
তোমারে স্মরণ করে, ভবে লােক প্রাণ ধরে,
দুঃখেতেও হরষিত, ঘুচে বিকলতা:
মনের মাঝারে আশা, না হলে তোমার বাসা
বাঁচিতে মানব, লয়ে কার সহায়তা ? - মােক্ষদায়িনী মুখােপাধ্যায়"
⭐ "সব বুলী মিছা। শুনহ গােপনে একটা বচন সত্য সার-
যে ফুল নিশায় পড়িছে ঝড়িয়া সে নাহি কখনো ফুটিবে আর। - ওমর খৈয়াম"
⭐ "হে মাের দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,
অপমানে হতে হবে তাদের সবার সমান।
মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান। - রবীন্দ্রনাথ ঠাকুর"
⭐ "কত চিঠি লেখে লােকে
কত সুখে প্রেমে, আবেগে, স্মৃতিতে কত
দুঃখে ও সুখে। - সুকান্ত ভট্টাচার্য"
⭐ "এ আঁখি জল মোছ পিয়া ভোল ভোল আমারে
মনে কে গাে রাখে তারে ঝরে যে ফুল আঁধারে। - কাজী নজরুল ইসলাম"
⭐ "মিলন হইতে দেবী বরঞ্চ বিরহ ভালাে
দেখিব বলিয়া আশা থাকে চিরকাল। - গােবিন্দচন্দ্র দাস"
⭐ "আমি তোমার ও বিরহে
রহিব বিলীন ও তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনী
দীর্ঘ বরস ও মাস। - রবীন্দ্রনাথ ঠাকুর"
⭐ "কলম হাঁকিয়ে ফেরা সকল রােগের সেরা
তাই কবি মানুষেরা অস্থিচর্মসার। - রবীন্দ্রনাথ ঠাকুর"
⭐ "কবিরা কালের সাক্ষী কালের শিক্ষক,
কবিরা অমৃত আর কবিরা অমর। - নবীনচন্দ্র সেন"
⭐ "ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু
পথে যদি পিছিয়ে পড়ি কভু। - রবীন্দ্রনাথ ঠাকুর"
⭐ "বন্ধু, হৃদয় এমনি অবুঝ কারাে সে অধীন নয়,
যারে চায় শুধু তারেই চায়-নাহি মানে লাজ ভয়। - কাজী নজরুল ইসলাম"
⭐ "ওহে মৃত্যু! তুমি মােরে কি দেখাও ভয়
ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। - কৃষ্ণচন্দ্র মজুমদার"
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
আরো পড়ুন 👉 কবিদের নিয়ে উক্তি
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ।