⭐ "নিখিলের সুখ নিখিলের দুখ, নিখিল প্রাণের প্রীতি,
একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। - রবীন্দ্রনাথ ঠাকুর"
⭐ "তুমি আমায় ভালােবাস তাইতাে আমি কবি
আমার এ রূপ-সে যে তােমার ভালােবাসার ছবি। - কাজী নজরুল ইসলাম"
⭐ "নিজের দুঃখের কথা যারে তারে কয়াে না,
অপবাদ উপহাস মিছামিছি সয়াে না। - শেখ সাদী (রাঃ)"
⭐ "ইসলামে নাই বড় ছোট আশরাফ আতরাফ
এই ভেদ জ্ঞান নিষ্টুর হাতে কর মিসফার সাফ। - কাজী নজরুল ইসলাম"
⭐ "শিক্ষক-মােরা শিক্ষক,
মানুষের মােরা পরমাত্মীয়, ধরণীর মােরা দীক্ষক। - গােলাম মােস্তফা"
⭐ "গােলামীর চেয়ে শহীদের দরজা অনেক উর্দ্ধে জেনাে,
চাপরাশির ওই তকমার চেয়ে তলােয়ারে বড় মেনো। - কাজী নজরুল ইসলাম"
⭐ "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানাে
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি। - আবদুল গাফফার চৌধুরী"
⭐ "আলোর হাসি উঠল জেগে ধানের শিষে শিশির লেগে
ধরার খুশি ধরে না গো, ওই-যে উথলে,
মরি হায় হায় হায়। - রবীন্দ্রনাথ ঠাকুর"
⭐ "অনুভবে আছো তুমি
আছো হৃদয়ের মাঝে,
তোমাকে আমি খুজে বেড়াই
এই পৃথিবীর মাঝে ৷ - আকাশ হাসান"
⭐ "অসি দিয়া নয়, নির্ভীক করে মন দিয়া রণ জয়,
অস্ত্রে যুদ্ধ জয় করা সাজে দেশ জয় নাহি হয়। - কাজী নজরুল ইসলাম"
⭐ "কাব্য নয়, চিত্র নয়, প্রতিমূর্তি নয়
ধরণী চাহিছে শুধু হৃদয় হৃদয়। - অক্ষয়কুমার বড়াল"
⭐ "সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
সার্থক জনম মা গাে, তােমায় ভালােবেসে। - রবীন্দ্রনাথ ঠাকুর"
⭐ "বিপদ কাটাতে মােরা হাত জোড় করি,
বিপদ কাটিলে পুনঃ নিজ মূর্তি ধরি।
অসময়ে চিকিৎসককে বন্ধু বটে কই,
সুসময়ে দেখা হলে মুখ ফিরে লই।—জসীমউদ্দীন"
⭐ "যমুনার তীরে তাজ মর্মর স্বপন
বিরহ’র ব্যথা নিয়ে আছ দাঁড়াইয়া
চলে গেছে মােগলের রত্ন সিংহাসন
কবর জাগিয়া আছে প্রেম বুকে নিয়া। - আজিজুল হাকিম"
⭐ "দাসত্বে জীবন পরিণত হয় ক্ষুদ্র স্রোতস্বীনিতে,
স্বাধীনতা তাকে করে তােলে
সীমাহীন সমুদ্র। - আল্লামা ইকবাল"
⭐ "পিতায় শ্রদ্ধা মায়ে টান
সেই ছেলে হয় সাম্যপ্রাণ। - শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র"
⭐ "দুঃখের সায়রে মায়ের এক সুখ
রঙিন ঝিনুকে পােরা মুক্তা এতটুকু। - জসীমউদ্দীন"
⭐ "বাঙালির প্রাণ, বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাইবােন
এক হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান।
বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাইবােন
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান। - রবীন্দ্রনাথ ঠাকুর"
⭐ "কোথায় মাণিক ভাইরা আমার সাজরে সাজা
আর বিলম্ব সাজে না, চালাও কুচকাওয়াজ।
আমরা নবীন তেজ-প্রদীপ্ত বীর তরুণ
বিপদ ৰাধার কণ্ঠে ছিঁড়িয়া শুধিৰ খুন। - কাজী নজরুল ইসলাম"
⭐ "মানুষ আপন, টাকা পর
যত পারিস মানুষ ধর। - শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র"
⭐ "হে অতীত, তুমি ভুবনে ভুবনে
কাজ করে যাও গোপনে গোপনে,
মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও
হে অতীত, তুমি গােপনে হৃদয়ে কথা কও, কথা কও। - রবীন্দ্রনাথ ঠাকুর"
⭐ "শৃঙ্খল ৰাঁধিয়া রাখে এই জানে সবে,
আশার শৃঙ্খল কিন্ত অদ্ভুত এ ভালো।
সে যাহারে বাঁধে সেই ঘুরে মরে পাকে,
সে বন্ধন ছাড়ে যারে স্থির হয়ে থাকে। - রবীন্দ্রনাথ ঠাকুর"
⭐ "মরণের কোল বুঝি দুখহরা শান্তিময়
সব জ্বালা দূর হয়। - নগেন্দ্রবালা মুস্তোফী"
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ।