⭐ "মােদের গরব, মােদের আশা, আমরি বাংলা ভাষা!
তােমার কোলে তােমার বােলে,
কতই শান্তি ভালােবাসা!– অতুলপ্রসাদ সেন"
⭐ "বাংলাভাষার মতাে এমন একটি বৈজ্ঞানিক, সুপরিকল্পিত এবং সুশৃঙ্খল ভাষা নব্য সভ্য জাতির সমূহের মধ্যে দুর্লভ। - মােফাজ্জল হায়দার চৌধুরী"
⭐ "আমাদের বঙ্গ ভাষা একটা বহুদূর প্রসারী বিরাট ভাষা। বঙ্গ ভাষা একটা সজীব ভাষা। উহা আজ বিশ্বের শ্রেষ্ঠ ভাষারাজ্যে আসন পরিগ্রহ করিয়াছে। - আবদুল করিম সাহিত্য বিশারদ"
⭐ "মুসলমানেরা বাংলা ভাষায় যাহা দান করিয়াছেন, তাহা ভাষার অস্থিমজ্জায় বেমালুম মিশিয়া গিয়াছে।—মােঃ আহবাব চৌধুরী"
⭐ "হে বাংলা ভাষা আমার, আমি চিরকাল তােমার কাছে কৃতজ্ঞ থাকব।
তুমি না হলে মানুষের উজ্জীবিত অভ্যুত্থানের কথা
আমি কোনদিন উচ্চারণ করতে পারতাম না।—ফজল শাহাবুদ্দিন"
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
আরো পড়ুন 👉 ভাষা নিয়ে উক্তি
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ।