⭐ "সকাল সন্ধ্যায় তােমার প্রভুর নাম স্মরণ কর।—আল কোরআন"
⭐ "যারা তাকওয়া অবলম্বন করে ও পরােপকার করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। অর্থাৎ আল্লাহ তাদেরকে সাহায্য করেন। - আল কোরআন"
⭐ "নিশ্চয় মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে তার পরিশ্রমের দিকে দৃষ্টিপাত করা হবে। - আল কোরআন"
⭐ "যে গর্ভ তােমাকে ধারণ করেছে, সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর। - আল-কোরআন"
⭐ "মুমিনগণ তােমরা সংগ্রামে ধৈর্য ধারণ কর অন্যকে ধৈৰ্য্য ধারণ করার জন্য উদ্বুদ্ধ কর ও দৃঢ়তা প্রদর্শন কর। আল্লাহর ভয় অন্তরে স্থান দাও। অবশ্যই তােমরা জয়যুক্ত হবে। - আল কোরআন"
⭐ "অতিরিক্ত ধন তােমাদের ধ্বংসের পথেই নিয়ে গিয়েছে। ধন-সম্পদ যেন শুধু ধনীদের মধ্যেই সীমাবদ্ধ বা কুক্ষিগত না থাকে।—আল কোরআন"
⭐ "আত্মীয়-স্বজনকে তাঁদের হক হতে বঞ্চিত করও না এবং দীন-দুঃখী ও মােসাফিরদেরকে দান-খয়রাত করবে। - আল কোরআন"
⭐ "হে বিশ্বাসীরা, মদ, জুয়া খেলা, মূর্তি পূজা এবং পাশা খেলা এ সমস্তই পাপের কাজ, মানবতাবিরােধী আচরণ। অতএব, তােমরা ঐ সকল কাজ থেকে দূরে থাক। হয় তাে তােমরা সফলকাম হবে। - আল কোরআন"
⭐ "যে বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে উত্তমরূপে পুরস্কৃত করেন। - আল-কোরআন"
⭐ "যারা প্রতারণা করে তাদের অভিশাপ। সবরকম নিন্দুক এবং কুৎসা ও গুজব রটনাকারীর প্রতি ধিক্কার। - আল কোরআন"
⭐ "তিনি যাকে ইচ্ছা তাকে বিজ্ঞানের জ্ঞান দান করেন এবং যাকে বিজ্ঞানের জ্ঞান দান করা হয়েছে, তার প্রভূত কল্যাণ সাধন করা হয়েছে। - আল কোরআন"
⭐ "ভােজন কর এবং পান কর, কিন্তু অপচয় করাে না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে ভালবাসেন না। - আল কোরআন"
⭐ "মিথ্যার আবরণে সত্যকে সন্দেহযুক্ত করাে না, আর জেনে শুনে সত্যকে লুকাবার চেষ্টা করাে না। - আল কোরআন"
⭐ "তারাই সৎকর্মী যারা স্বীয় ক্রোধকে দমন করতে পারে এবং অপরকে ক্ষমা করতে পারে, যখন ক্ষমা করা বিধেয়। - আল কোরআন"
⭐ "আপনার অবস্থা যাই হোক না কেন, আপনার যদি সঠিক মনোভাব থাকে তবে আপনি খুশি হতে পারেন। - আল কোরান"
⭐ "জীব মাত্রই একদিন মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। - আল-কোরআন"
⭐ "আল্লাহ সকলকে তার নির্দিষ্ট সময়ে মৃত্যু দান করেন। তাঁর হুকুম ব্যতীত কেহই মৃত্যুবরণ করিতে পারে না। - আল-কোরআন"
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
আরো পড়ুন 👉 হাদিসের উক্তি
খুব ভালো লাগলো
ReplyDelete