⭐ "তােমরা ভরসা কর তাে একমাত্র আল্লাহর উপরই ভরসা করাে যদি তােমরা মু'মিন হয়ে থাকো। - সূরা মায়িদা, ৬ পারা ২৩ আয়াত"
⭐ "মানুষ যখন পথ চিনবার জন্য চেষ্টা ও পরিশ্রম করে তখন আমি তাদেরকে আমার পথ চিনিয়ে থাকি।—পারা ২১, সূরা আনকাবুত"
⭐ "নিশ্চয় আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন না করে। - সূরা আদ, ২ রুকু"
⭐ "যারা বিবাহে অসমর্থ তারা যেন নিজেদেরকে পূত পবিত্র রেখে অপেক্ষা করে যতক্ষণ না আল্লাহ আপন করুণায় তাদেরকে সচ্ছলতা দান করেন।—সূরা নূর, আয়াত ৩৩"
⭐ "ভূ-পৃষ্ঠের উপর যত প্রাণী বিচরণ করছে, তাদের প্রত্যেকের রিযিকের দায়িত্বই আল্লাহ তাআলার উপর রয়েছে। - পারা ১২, সূরা হুদ, রুকু ১"
⭐ "বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল অহংকারী হয়ে যায়। - সূরা হুদ, আয়াত: ১০"
⭐ "আর সত্যকে অসত্যের সাথে মিশ্রিত করও না এবং সত্যকে গােপন করও না যখন তােমরা অবগত আছ। - সূরা বাকারা, ৪২ আয়াত"
⭐ "স্ত্রী হউক কিংবা পুরুষ হােক তােমাদের মধ্যে যে কেউ সৎ কাজ করে আমি তা বিনষ্ট করি না। - সূরা আল ইমরান, ২০ রুকু"
⭐ "হে ঈমানদারগণ; আল্লাহকে ভয় কর এবং যা কিছু সুদের বকেয়া রয়েছে তা পরিত্যাগ কর যদি তােমরা ঈমানদার হও।—সূরা বাকারা, ৩য় পারা, ২৭৮ আয়াত"
⭐ "যারা সৎপথে চলতে থাকে আল্লাহ তাআলা তাদের জন্য সৎপথ আরও মুক্ত করে দেন। - ২৬ পারা, সূরা মুহাম্মদ, রুকু ২"
⭐ "তুমি তোমার রবের ইবাদত করো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার মৃত্যু না হয়। - সুরা হিজর: ৯৯"
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
আরো পড়ুন 👉 কোরআনের উক্তি
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ।