⭐ "আল্লাহই মুসলমানদের বন্ধু এবং সঙ্গী। তিনি তাহাদের অন্ধকার থেকে বার করে আলােতে নিয়ে আসেন। - আল-কোরআন"
⭐ "ছোট ছােট গ্রহগুলি যেমন সূর্যের কাছাকাছি অবস্থান পায়, তেমনি ছােট ছােট শিশুরাও আল্লাহর কাছাকাছি অবস্থান পায়। - রিচটার"
⭐ "মানুষ মাত্রেই আল্লাহর সৈনিক। অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে সর্ব নির্যাতন, সর্ব অশান্তি থেকে মুক্ত করতেই মানুষের জন্ম। - কাজী নজরুল ইসলাম"
⭐ "ক্রোধ প্রদর্শন করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি উহা দমন করিয়া রাখ তবে আল্লাহ তাআলা এজন্য তােমাকে পুরস্কৃত করিবেন। - আল-হাদীস"
⭐ "দেশ শাসনভার আল্লাহ তাআলার নিকট হইতে আমানত। - আল-হাদীস"
⭐ "আল্লাহর পথে সংগ্রামরত একটি সকাল অথবা একটি সন্ধ্যা দুনিয়া এবং এখানকার সকল সম্পদ অপেক্ষা অনেক বেশি মর্যাদাজনক। - তিরমিযি"
⭐ "যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে সাহায্য করেন। - আবু বকর রা"
⭐ "ভূ-পৃষ্ঠের উপর যত প্রাণী বিচরণ করছে, তাদের প্রত্যেকের রিযিকের দায়িত্বই আল্লাহ তাআলার উপর রয়েছে। - পারা ১২, সূরা হুদ, রুকু ১"
⭐ "নিশ্চয় আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন না করে। - সূরা আদ, ২ রুকু"
⭐ "আল্লাহ ব্যতীত কেউ জ্ঞানী নয়। - পাইথাগোরাস"
⭐ "যে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হইয়া আঘাতকারীকে ক্ষমা করে, আল্লাহ তাহার সম্মান বৃদ্ধি করিবেন এবং তাহার পাপ মার্জনা করিবেন। - আল হাদীস"
⭐ "যে মানুষকে ভয় করে সে আল্লাহকে ভয় করে না। - হযরত আঃ কাদের জিলানী (রঃ)"
⭐ "আল্লাহ তাআলা বিচারকদের পক্ষে থাকেন যতক্ষণ অন্যায় বিচার না করে—যখন সে অন্যায় বিচার করে তখন আল্লাহ তার সঙ্গ ছেড়ে দেন এবং শয়তান তার সঙ্গী হয়। - আল হাদীস"
⭐ "যার ধনলিপ্সা যত বেশি, আল্লাহর প্রতি বিশ্বাস তার তত কম। - হযরত আলী (রাঃ)"
⭐ "সর্বাবস্তায় স্মরণ রেখাে যে তুমি আল্লাহর সদাজাগ্রত দৃষ্টির সম্মুখে রয়েছে। এই ধারণার দ্বারা দুনিয়ার অসংখ্য বিপদ থেকে মুক্তি পাবে। - ওমর ইবনে আঃ আজিজ"
⭐ "যদি তােমরা অন্যের অপরাধ ক্ষমা করতে না পারো, তবে আল্লাহর নিকট ক্ষমা পাবার আশা করাে না। - হযরত ঈসা (আঃ)"
⭐ "যে বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে উত্তমরূপে পুরস্কৃত করেন। - আল-কোরআন"
⭐ "হে ঈমানদারগণ; আল্লাহকে ভয় কর এবং যা কিছু সুদের বকেয়া রয়েছে তা পরিত্যাগ কর যদি তােমরা ঈমানদার হও।—সূরা বাকারা, ৩য় পারা, ২৭৮ আয়াত"
⭐ "যারা সৎপথে চলতে থাকে আল্লাহ তাআলা তাদের জন্য সৎপথ আরও মুক্ত করে দেন। - ২৬ পারা, সূরা মুহাম্মদ, রুকু ২"
⭐ "ইসলাম শব্দের অর্থ সমৰ্পণ, শান্তি, নিরাপত্তা। ধর্মীয় পড়িভাষায় ইসলামের অর্থ বিশ্বস্রষ্টা আল্লাহ তাআলার নিকট আত্মসমপর্ণ করা এবং তাঁহার যাবতীয় আদেশ নিষেধ মানিয়া লওয়া। - মওলানা মোঃ আঃ ছাত্তার"
⭐ "মানুষ ইচ্ছা করে ছােট ও দরিদ্র হয়। তার ছােট ও দরিদ্র হবার কোন কথা না। তার শুধু সহিষ্ণু পরিশ্রম চাই। জয়ের জন্য শুধু আল্লাহর দিকে চেয়ে থেকো না। তােমার বাহুতে যে শক্তি আছে, তােমার মাথায় যে বুদ্ধি আছে তার ব্যবহার তুমি কর। - ডাঃ লুৎফর রহমান"
⭐ "যারা তাকওয়া অবলম্বন করে ও পরােপকার করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। অর্থাৎ আল্লাহ তাদেরকে সাহায্য করেন। - আল কোরআন"
⭐ "ভােজন কর এবং পান কর, কিন্তু অপচয় করাে না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে ভালবাসেন না। - আল কোরআন"
⭐ "আল্লাহ সকলকে তার নির্দিষ্ট সময়ে মৃত্যু দান করেন। তাঁর হুকুম ব্যতীত কেহই মৃত্যুবরণ করিতে পারে না। - আল-কোরআন"
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
আরো পড়ুন 👉 ঈশ্বর নিয়ে উক্তি
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ।