⭐ "ইতিহাসের পাতা খুলে দেখা যায় হিংসা এর পরশ্রীকাতরতা মানুষকে মানুষের বিরুদ্ধে সংঘর্ষ এবং হানাহানিতে লিপ্ত করেছে। - আর ডাব্লিউ গিল্ডার"
⭐ "হিংসা থেকেই অধিকাংশ কুৎসা রটিত হয়। - মারিয়া এডওয়ার্থ"
⭐ "অন্তরে হিংসা পােষণ করে অন্যের ক্ষতি করা যায় না, নিজেরই সর্বনাশ করা হয়। - হযরত লােকমান (রাঃ)"
⭐ "হিংসা তােমাকে ধ্বংসের শেষ ধাপে নিয়ে যাবে। - এইচ জি ওয়েলস"
⭐ "মরিচা লােহাকে বিনষ্ট করে দেয়, তেমনি হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। - ইবনুল খতিব"
⭐ "হিংসা দিয়ে কখনাে হিংসাকে হত্যা করা যায় না, যেমন আগুন দিয়ে আগুনকে নেভানাে যায় না। আগুন নেভাতে যেমন পানির প্রয়ােজন হিংসাকে জয় করতে তেমন প্রেমের প্রয়ােজন। - জন জুয়ান"
⭐ "হিংসা একটা দরজা বন্ধ করে অন্য দুটো খােলে। - স্যামুয়েল পালমার"
⭐ "এমনকি মহৎ উদ্দেশ্য সাধনের জন্যও আমি হিংসার আশ্রয় গ্রহণ করার ঘাের বিরােধী। - মহাত্মা গান্ধী"
⭐ "তােমরা হিংসা পরিত্যাগ করাে, কেননা অগ্নি যেরূপ জ্বালানী কাষ্ঠকে ধ্বংস করে হিংসা দ্রুপ সৎ গুণাবলিকে ধ্বংস করে। - আবু দাউদ"
⭐ "দুনিয়ার কেহ মৃত ব্যক্তির উপর হিংসা করে না, কাজেই জীবিত ব্যক্তির প্রতি হিংসা করা কর্তব্য নয়। কেননা জীবিতও একদিন মৃত হইবে। - ইমাম সাফেয়ী (রঃ)"
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
আরো পড়ুন 👉 অহংকার নিয়ে উক্তি
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ।