⭐ "আল্লাহই মুসলমানদের বন্ধু এবং সঙ্গী। তিনি তাহাদের অন্ধকার থেকে বার করে আলােতে নিয়ে আসেন। - আল-কোরআন"
⭐ "যার হাত ও জবান থেকে মানবজাতি নিরাপদ তিনি খাঁটি মুসলমান। - আল-হাদীস"
⭐ "আপন স্ত্রীকে ঘৃণা করা মুসলমানের কোনােক্রমেই উচিত নহে। যদি তাহার স্ত্রীর কোনাে অসৎগুণে অসন্তুষ্ট হইয়া থাকে, তবে আর অন্য কোনো সৎগুণ স্মরণ করিয়া সে সন্তুষ্ট হউক। - আল-হাদীস"
⭐ "যে ব্যক্তি হালাল পথে রুজি করে সেই প্রকৃত মুসলমান। - হযরত আঃ কাদের জিলানী (রঃ)"
⭐ "মুসলমান পরস্পর ভাই, অতএব পরস্পর অত্যাচার করা তাহাদের অনুচিত, আবার পরস্পর সাহায্য করিতে বিরত থাকা উচিত নয়। একে অন্যকে ঘৃণার চক্ষে দেখা উচিত নয়। হৃদয়েই ধর্মের বসতি, অতএব যে হৃদয় ধার্মিক সে কখনাে কোনাে মুসলমানকে ঘৃণাস্পদ মনে করিবে না। - আল-হাদীস"
⭐ "আরব আমার ভারত আমার চীনও আমার নহে গাে পর
মুসলিম আমি সারা দুনিয়ায় ছড়িয়ে রয়েছে আমার ঘর! - আল্লামা ইকবাল"
⭐ "মুসলমানগণের মধ্যে যাহার স্বভাব সর্বাপেক্ষা ভালাে সেই সর্বাপেক্ষা খাটি মুসলমান এবং তােমাদের মধ্যে যাহারা আপন স্ত্রীর সহিত সর্বাপেক্ষা ভালাে ব্যবহার করাে তাহারাই তােমাদের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তি। - আল-হাদীস"
⭐ "আল্লাহ আমাদের রমজানে এবং আরও অনেক কিছুতে পৌঁছে দিন এবং তিনি আজ থেকে আমাদের আরও ভাল মুসলমান করে তুলতে পারেন। - ডাঃ বিলাল ফিলিপস"
⭐ "সকল মুসলমানকে নিয়ে এক অবিচ্ছেদ্য ভ্রাতৃসমাজ একজন মুসলমান অন্য মুসলমানদের দর্পণ। দুনিয়ার সমগ্র মুসলমান একটি অট্টালিকা সদৃশ। - আল-হাদীস"
⭐ "হে নবী, তােমার মিল্লাতে আজ মানুষ মানুষ নহে,
জাতখোয়া জাত-মুসলমানি নামটুকু।
কোথা সে ইসলাম, কোথা সে মরুসাহারার মরীচিকা
পুঁজি করে তাৱে নাচিতেছে হীন লােভের বহ্নিশিখা। - তালিম হােসেন"
⭐ "কোনাে মুসলমান কোনাে ফসলের গাছ বা বাগিচা লাগাইলে বা ক্ষেতে শস্যের বীজ বপন করিলে তাহা হইতে কোনাে মানুষ বা পশু পাখি খায়, এমনকি যদি চোরে চুরি করিয়াও নিয়ে যায় তবে ঐ বাগানওয়ালা এবং ক্ষেতওয়ালা ছদগার সওয়াব পাইবে। - আল-হাদীস"
⭐ "সত্যের জন্য শহীদ হওয়া অপেক্ষা, মুসলমানদের জন্য মুক্তির আর কোনো প্রশস্ত পথ নেই। - জিন্নাহ"
⭐ "মৃত্যু মুসলমানদের নিকট উপহার স্বরুপ, মৃত ব্যক্তিদিগকে সর্বদা স্মরণ করিও, তাহাদের গুনগান করিও এবং তাহাদের সম্বন্ধে মন্দৰাক্য বলিও না। - আল-হাদীস"
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
আরো পড়ুন 👉 ইসলাম নিয়ে উক্তি
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ।